07 May
againsoft
180
সংক্ষেপে বলতে গেলে কাগুজে বইয়ের অনলাইন ভার্সনই ই-বুক। আরেকটু বিশদ করে বললে ইলেকট্রনিক ফরম্যাটের বই; যা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে পড়তে হয়, সেটাই ই-বুক। গানের যেমন MP3, .amr, .midi এ ধরনের ফরম্যাট থাকে, ই-বুকেরও বিভিন্ন ফরম্যাট থাকে। এর মধ্যে সবচেয়ে পরিচিত ফরম্যাট হচ্ছে .pdf। এর কারণ এই ফরম্যাট বানানো যেমন সহজ, আবার চাইলে ওয়াটার মার্কও দেওয়া যায়..